পঞ্চগড়ের ভিতরগড়
হিমালয়ের আদুরে কন্যা পঞ্চগড়। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। বাংলদেশের উত্তর-পশ্চিমের এই জেলাটি তেইশটি নদী দিয়ে জড়ানো। এখান থেকে থেকে দেখা মেলে ভারতের অপূর্ব পাহাড় কাঞ্চনজঙ্ঘার। পাহাড়ের কোল ঘেঁষা এই অঞ্চল ইতিহাস ঐতিহ্যের বাহক ও সাক্ষী হয়ে রয়েছে। নামকরণ এখনকার মতো অতীতেও প্রাচীন এই জনপদটি ছিলো সীমান্ত অঞ্চল। এই অঞ্চলের পাশেই ছিলো মগধ, গৌড়, নেপাল, ভূটান, […]