ময়ূরনীল

অগতানুগতিক, গর্জিয়াস আর বোল্ড লুকের জন্য। ড্রামাটিক নীলচে চোখ আর ঠোঁট

বছরজুড়ে রানওয়েগুলোতে মডেলদের মেকআপে গাঢ় আর উজ্জ্বল রঙের উপস্থিতি ছিলো বেশি। গাঢ় লাল ঠোঁট থেকে শুরু করে নিয়ন নেইল, আর এখন ড্রামাটিক পিকক ব্লু। তাই সৌন্দর্যপ্রিয়দের মেকআপ উপকরণেও যোগ হয়েছে ভাইব্রান্ট সব রঙ। সবুজ, মেজেন্টা, লাল, কমলা রঙের পাশাপাশি পিকক ব্লু এর উজ্জ্বল উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। ব্লু মেকআপে সহজেই অ্যাপিলিং লুক তৈরি করে নেয়া যায় বলে এটি সৌন্দর্যমোদীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে । এবারের স্প্রিং/সামার ফ্যাশন উইকের রানওয়েতে ছিলো পিকক ব্লু- এর পরিশীলিত আর নজর কাড়া বিভিন্ন শেড। আর বিউটি ব্র্যান্ডগুলোও লঞ্চ করছে পিকক ব্লু মেকআপ উপযোগী বিভিন্ন শেডের মেকআপ প্রডাক্ট। ময়ূর প্রাণিত সব কসমেটিকস কালেকশন নিয়ে মেকআপ লাভাররা এখন নানান অনুষ্ঠানে এখন পেখম মেলছেন।



এই মেকআপের জন্য হালকা থেকে গাঢ় নীলের কয়েকটি শেড ব্যবহার করতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে সবুজের দু’একটি শেড। আর গর্জিয়াস লুক দিতে এতে যোগ করতে হবে বেগুনি আর সোনালী। তবে আইশ্যাডো যাতে ভালোভাবে ত্বকে মিশে যায় তার জন্য বেইজ মেকআপটা ভালোভাবে করে নিতে হবে। এবং অবশ্যই একটি শেডের সঙ্গে আরেকটি শেড ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সোনালি আর বেগুনি আইশেডো চোখের ভেতরের কোনের দিকে ব্যবহার করতে হবে। চোখের নিচের পাতায়ও সরু করে নীল শ্যডো লাগাতে হবে। আইলাইনার হবে অবশ্যই কালো। এক্ষেত্রে লিকুইড লাইনার ভালো কাজ দেবে। এরপর নীল মাসকারা। আর সবচেয়ে বেশি যা দরকার তা হলো প্রবল আত্মবিশ্বাস।


চিকে দিন গাঢ় মেজেন্টা ব্লাশঅন। ঠোঁটের মেকআপে হয়ে উঠুন একটু সাহসী। সবুজ আর নীল লিপস্টিক দু’টোই ব্ল্যান্ড করে ব্যবহার করতে হবে। একটু গোল্ডেন কালার এতে যোগ করবে বাড়তি চমক। তবে গ্ল্যামারাস এই মেকআপে হতে হবে বেশ সচেতন। নাহলে তা হয়ে উঠতে পারে দৃষ্টিকটু। গাঢ় নীল আর সবুজের মিশেলে গয়না বেছে নিন। সাজটি নিজেই যেখানে বোল্ড আর গর্জিয়াস সেখানে গয়নায় ভারি কিছু না পরাই ভালো।

